১৮ দেশের বিশিষ্ট নারীদের সংবর্ধনা
প্রকাশ | ০৪ মার্চ ২০১৭, ১১:৪৮
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিউইয়র্কে ১৮ দেশের বিশিষ্ট নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জন প্রবাসী বাংলাদেশি নারী রয়েছেন।
২ মার্চ (বৃহস্পতিবার) সোসাইটি ফর ফরেন কনসালস (সিওএফসি) আয়োজিত ম্যানহাটানস্থ চেক প্রজাতন্ত্রের কনস্যুলেট জেনারেলের বোহেমিয়ান ন্যাশনাল হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৮ দেশের বিশিষ্ট নারীদের সম্মাননার সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. শামীম আহসান, এনডিসি এবং তার সহধর্মীনি মিসেস পেন্ডোরা চৌধুরীসহ অন্যান্য কর্মচারীরা।
১৯২৫ সালে প্রতিষ্ঠিত সোসাইটি ফর ফরেন কনসালস (সিওএফসি) নিউইয়র্কভিত্তিক কনস্যুলেট, কনস্যুলেট জেনারেল এবং অনারারি কনস্যুলেটগুলোর সমন্বয়ে গঠিত বিশ্বের বৃহত্তম কনস্যুলার কোর।