ভূত তাড়ানোর নামে তরুণীকে পুড়িয়ে হত্যা
প্রকাশ | ০২ মার্চ ২০১৭, ১১:৩৪
লাতিন আমেরিকার দেশ নিকারাগুয়ায় ভূত তাড়ানোর নামে আগুনে পোড়ানোর এক সপ্তাহ পর মারা গেছেন ভিলমা ত্রুজিল্লো (২৫) নামের এক তরুণী। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন জুয়ান রোচাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
ত্রুজিল্লোর পরিবারের কয়েকজন সদস্য জানান, রোচা একজন ধর্মযাজক। চার সহযোগী নিয়ে তিনি ত্রুজিল্লোর ওপর হামলা চালিয়েছিলেন।
তবে আগুনে পোড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন রোচা। তিনি বলেন, অশুভ আত্মা ত্রুজিল্লোকে আগুনের ওপর ঝুলিয়ে রাখে। তারপর তাকে নিচে আগুনের ভেতর ফেলে দেয়।
আক্রান্ত ওই তরুণীর স্বামী রুনালদো পেরালতা রদ্রিগেজ জানান, তাদের দুই সন্তান আছে। কিছুদিন আগে ত্রুজিল্লোর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে সে সবাইকে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করছিল। ত্রুজিল্লোর ওপর অশুভ আত্মার প্রভাব রয়েছে ভেবে গত সপ্তাহে তাকে স্থানীয় একটি গির্জায় নিয়ে যাওয়া হয়।
রুনালদো বলেন, ‘তারা (অভিযুক্তরা) যা করেছে, তা ক্ষমার অযোগ্য। তারা আমার স্ত্রীকে হত্যা করেছে। সে আমার দুই সন্তানের মা। এখন আমি আমার সন্তানদের কী বলব?’
পাবলো কুইভাস নামের নিকারাগুয়ার মানবাধিকার কমিশনের একজন মুখপাত্র বলেন, ‘আজকের দিনেও এমন হয়। তা অবিশ্বাস্য। সব সম্প্রদায় ও ধর্মের এসব বিষয় খতিয়ে দেখা উচিত।’
সূত্র: বিবিসি