বিমানে ২ এয়ার হোস্টেজের শ্লীলতাহানি
প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০০
ভারতের মুম্বাই-নাগরপুর ফ্লাইটের বিমানে দুই এয়ার হোস্টেজের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ২৭ ফেব্রুয়ারি (সোমবার) টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।
২৫ ফেব্রুয়ারি (শনিবার) ২৩ বছর বয়সী আকাশ গুপ্ত নামে এক মাদকাসক্ত তরুণের বিরুদ্ধে এ শ্লীলতাহানির অভিযোগ উঠে।
এই তরুণ হার্ডওয়্যার ব্যবসায়ী। সম্প্রতি যাত্রী হয়ে তিনি বিমানে ভ্রমণের সময় মাতাল অবস্থায় দুই এয়ার হোস্টেজের শ্লীলতাহানি করেন। জেট এয়ারওয়েজ ফ্লাইট নম্বর-9S24460 যোগে আকাশ গুপ্ত 41E নম্বর সিটে ভ্রমণকালে এ ঘটনা ঘটান।
ওই দুই এয়ার হোস্টেজ ফ্লাইটটির পাইলটের কাছে লিখিত অভিযোগ করলে এ তথ্য জানা যায়।
এ ঘটনায় অভিযুক্ত আকাশ গুপ্তকে গ্রেপ্তার করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান বিমানটির ক্যাপ্টেন গোপালসিং মোহনসিং