বিশ্বের সবচেয়ে প্রবীণতম নারীর বিদায়

প্রকাশ : ১৪ মে ২০১৬, ১৩:৪৬

জাগরণীয়া ডেস্ক

দীর্ঘ ১১৬টি বসন্ত পার করে অবশেষে চিরবিদায় নিলেন বিশ্বের প্রবীণতম নারী সুসান্না জোন্স।


বৃহস্পতিবার (১২ মে) গভীর রাতে নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে তিনি মারা যান। ২০১৫ সালেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তাঁর। ১০-১২ দিনের রোগভোগের পর ব্রুকলিনে নিজ বাড়িতে মৃত্যু হয় জোন্সের। ৩ দশকের বেশি সময় ধরে এই শহরের বাসিন্দা ছিলেন তিনি।


১৮৯৯ সালের ৬ জুলাই আলবামা প্রদেশের মন্টগোমেরিতে জন্ম হয় জোন্সের। ১৯২২ সালে তিনি স্নাতক পাসে করেন। এরপর নিউ ইয়র্কে হাউজকিপারের চাকরি নিয়ে চলে যান। ১৯৬৫ সালে চাকরি জীবন থেকে অবসর নেন “Miss Susie” নামেই পরিচিত জোন্স। তিনি দুস্থ পরিবারকে সাহায্যের কাজে নিযুক্ত ছিলেন। ১০৬ বছর বয়স পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন। 

গতবছর জাপানের টোকিওতে মিশাও ওকাওয়ার ১১৭ বছর বয়সে মৃত্যুর পরই জোন্সকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি বলে ঘোষণা করে নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। শতাধিক বছর সুস্থ জীবন যাপন করায় বহু ঘটনার সাক্ষী ছিলেন সুসান্না জোন্স। দু’টি বিশ্বযুদ্ধ দেখেছেন তিনি। এছাড়া বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ও মার্কিনীদের বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন দেখে আপ্লুত হয়েছিল কৃষ্ণকায়া এ নারী। ১১৬ বছরের জীবনে পরিবারের সবাইকে নিয়ে খুশিতে জীবন কাটিয়েছেন সুসান্না জোন্স। এটাই তাঁর দীর্ঘ জীবনের রহস্য বলে জানিয়েছেন তাঁর আত্মীয়রা।

সূত্র: জিনিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত