ফিফায় প্রথম নারী মহাসচিব

প্রকাশ | ১৪ মে ২০১৬, ১২:৩৫

অনলাইন ডেস্ক

সেনেগালের ফাতমা সামবা দিউফ সামৌরা ফিফায় প্রথম নারী মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।


শুক্রবার (১৩ মে) মেক্সিকো সিটিতে ফিফার কংগ্রেসে সেনেগালের এই নারী সংগঠককে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। ২১ বছর ধরে জাতিসংঘের হয়ে কাজ করছেন ৫২ বছর বয়সী সামৌরা। বর্তমানে নাইজেরিয়াতে কাজ করছেন। চলতি বছর জুনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় কাজ শুরু করবেন তিনি।


আগের মহাসচিব জেরম ভালকে-কে ফুটবলে ১২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর জেরোম ভালকে’র বিরুদ্ধে বিশ্বকাপের টিকিট নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। চলতি বছর জানুয়ারিতে তদন্তকারী কমিটির রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে ফিফার মহাসচিব পদ থেকে বরখাস্ত হন ভালকে।