রাণী এলিজাবেথের সিংহাসনে অধিষ্ঠানের ৬৫ বছর পূর্ণ

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৪

অনলাইন ডেস্ক

এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠানের ৬৫ বছর পূর্ণ করেছেন। বিশ্বে সবচেয়ে বেশিদিন ধরে রাজত্ব করা রাণী সিংহাসনে আরোহণের নীলা জয়ন্তী উদযাপন করবেন।

০৬ ফেব্রুয়ারি (সোমবার) তিনি সিংহাসনে আরোহণের নীলা জয়ন্তী পালন করছেন।

দিবসটি উপলক্ষে সেন্ট্রাল লন্ডন থেকে ৪১ বার তোপধ্বনি করে রানীকে রাজকীয় অভিবাদন জানানো হবে।

এ দিনটি উপলক্ষে রানীর কার্যালয় নীলকান্তমণির অলঙ্কার ও ওই রঙের পোশাক পরা রানীর ২০১৪ সালের একটি পোট্রেট প্রকাশ করেছে। ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জ ১৯৪৭ সালে এলিজাবেথের বিয়েতে এসব অলঙ্কার উপহার হিসেবে দিয়েছিলেন।

রানীর কার্যালয় জানিয়েছে, নীলা জয়ন্তীর দিনটি তিনি অন্যান্য দিনের মতোই পূর্ব ইংল্যান্ডে তার সান্ডরিঙ্গহামের বাসভবনে কাটাবেন।