আমেরিকায় নতুন বছর উদযাপনেও বালুভর্তি ট্রাক
প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬, ১৫:২৬
আমেরিকার টাইমস স্কোয়ারে নতুন বছর উদযাপনে ২০ লাখ মানুষের সমাগম ঘটতে পারে। তাই নিরাপত্তায় বালুভর্তি ৬৫ ট্রাক, সাত হাজার সশস্ত্র পুলিশ, হেলিকপ্টার থাকবে। যেকোনো ধরনের হামলা ঠেকাতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও’নীল বলেন, টাইমস স্কোয়ারের বর্ষবরণের অনুষ্ঠানে উপস্থিত হতে আগ্রহীদের বেশ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করতে হবে। সঙ্গে রাখা যাবে না ছাতা কিংবা ব্যাগ। ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শুরু হবে বর্ষবরণের বর্ণাঢ্য উৎসব। ২০ লক্ষাধিক লোক সমাগম ঘটতে পারে। সকলের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ অবলম্বন করা হচ্ছে। যে কোন ধরনের হামলা প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা থাকবে।
টাইমস স্কোয়ার ছাড়াও বর্ষবরণ উপলক্ষে এই নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক, ব্রুকলিনের কোনি আইল্যান্ডে আতশবাজির নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে। বাস, সাবওয়েসহ চার্চসমূহে কঠোর নজরদারি থাকবে। সিটির ব্যস্ততম এলাকাসমূহে স্থাপন করা হচ্ছে অতিরিক্ত সিসিটিভি। সাদা পোশাকেও থাকবে শতশত পুলিশ। টাইমস স্কোয়ারের আশপাশের সকল উঁচু ভবনের ছাদেও থাকবে পুলিশ।
নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থান করছেন ফ্লোরিডায়। তবুও ম্যানহাটানে তার বাড়ির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে।
উল্লেখ্য, ৮ নভেম্বরের নির্বাচনের দিনও এই সিটির ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় বালুভর্তি ট্রাক রাখা হয়েছিল। থ্যাঙ্কস গিভিং ডে-তে মেসীর প্যারেডের নিরাপত্তার জন্যেও ব্যবহার করা হয় বালুভর্তি ট্রাক।