ফিলিপাইনে মাদক যুদ্ধ : নিহত প্রায় ৬০০০
প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৬, ১৪:১১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬, ১৭:০৪
গত জুলাই মাস থেকে এ পর্যন্ত ফিলিপাইনে ঘোষিত ‘মাদক যুদ্ধে’ পাঁচ হাজার ৯০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দেশটির পুলিশ বিভাগ কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে এ খবর।
সিএনএন জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চালানো বিভিন্ন অভিযানে মৃত্যু হয় এসব মানুষের। নিহত পাঁচ হাজার ৯০০ এর ব্যক্তির মধ্যে দুই হাজার ৮৬ মানুষের মৃত্যু হয়েছে পুলিশের অপারেশনে। সাধারণ মানুষের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীও রয়েছেন নিহতদের মধ্যে।
দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এ বছরের জুনে মাদক ব্যবসা, গ্রহণের সঙ্গে জড়িতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ওই যুদ্ধেই মৃত্যু হয়েছে এসব মানুষের। মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে এখন পর্যন্ত আটক করা হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষকে।