জিন্স নয় মহেশ বাবুই কারণ!
প্রকাশ | ০৭ জুন ২০১৬, ১৭:৪৭
সম্প্রতি চ্যাটিং সাইট হোয়াটসঅ্যাপ থেকে ভারতের কেরালার মেয়েদের লুঙ্গি পরা একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠে। ছবিটি শেয়ার করে দাবি করা হয় কেরালার একটি কলেজে মেয়েদের জিন্স পরার উপর নিষেধাজ্ঞা জারি করায় মেয়েরা লুঙ্গি পরে তার প্রতিবাদ করে। বাংলাদেশের অনেক মিডিয়াতেও খবরটি আলোচিত হয়। কিন্তু শেষ পর্যন্ত জানা গেছে এই খবরটির কোন সত্যতা নেই।
জি নিউজ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ থেকে ভাইরাল হওয়া এই ছবিটির সাথে কেরালা কলেজ এর জিন্স নিষিদ্ধ হওয়ার কোন সম্পর্ক নেই। বরং ছবিটি ২০১৫ সালের, যেখানে তেলেগু ছবির সুপারস্টার মহেশ বাবুর সিনেমা 'স্রিমান্থুডু' এর মুক্তির পর তার নারী ভক্তরা সিনেমায় তার লুঙ্গি পরার অনুকরণ করে নিজেরা লুঙ্গি পরেছিল। এমনকি ছবিটা কেরালার মেয়েদের কিনা সেটাও নিশ্চিত নয় বলেই প্রতিবেদনে বলা হয়।
ভারতের ভাইরাল নিউজ শেয়ারিং সাইট স্কুপহুপ বলছে, পুরো কেরালা রাজ্যেই কলেজে জিন্স নিষিদ্ধের মতো কোন ঘটনা ঘটেনি।