নিম্নচাপে আটকা পড়েছে পশ্চিমবঙ্গের শীত

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৬, ১০:১৮ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬, ১৪:২১

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে ডিসেম্বরের শুরুতেও শীতের আমেজ পড়েনি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আন্দামান সাগরে শীত আটকে পড়ছে। 

বুধবার (৭ ডিসেম্বর) সকালে পশ্চিমবঙ্গে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এর ফলে আরও কয়েকদিন পিছিয়ে যাবে শীত। তবে তাপমাত্রা না কমলেও ভারতের বিভিন্ন রাজ্যে অস্বাভাবিক কুয়াশায় দৃষ্টি সীমা কমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন হচ্ছে।
 
এছাড়া দিল্লীসহ উত্তর ভারতে ট্রেন ও প্লেন চলাচলে বেশ সমস্যা দেখা দেয়। বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট। কলকাতার হাওড়া এবং শিয়ালদহ রেলস্টেশনে দূরপাল্লার বেশ কিছু ট্রেন দেরিতে ছেড়েছে বলে খবর পাওয়া যায়।
 
আবহাওয়াবিদরা মনে করছেন, নিম্নচাপের প্রভাব কেটে গেলে তাপমাত্রার পারদ নামতে থাকবে। কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন।