ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত ২৪
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৬, ১০:৩৬ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৪
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বান্দ আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর প্রাথমিক ২ জনের প্রাণহানির খবর পাওয়া যায়। এরপর নারী-শিশুসহ ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও শেষ খবর পর্যন্ত তা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময় বুধবার (০৭ ডিসেম্বর) ভোর ৪টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ৬.৫ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিগলি থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৭.২ কিলোমিটার।
সমুদ্রের তলদেশে এই ভূমিকম্পটি আঘাত হানে। সুমাত্রা দ্বীপের সিগলি শহরে এর ফলে বহু ভবন, মসিজদ ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে পড়েছে। তবে সুনামির কোনও আশংকা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
ভূমিকম্পে প্রদেশটিতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে এক কর্মকর্তা জানান, হাসপাতাল ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
উদ্ধারকারী কর্মকর্তারা এরই মধ্যে ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করেছেন।
সূত্র : বিবিসি বাংলা।