হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৬, ১৫:১২
ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
কংগ্রেস পার্টির মুখপাত্র রণদ্বীপ এস সুরজেওয়ালা বলেন, “ভাইরাস জ্বরের কারণে সোনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে দুই দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে এবং দ্রুতই তাকে পার্লামেন্টের অধিবেশনে দেখা যাবে। উদ্বেগের কোনও কারণ নেই।”
এর আগে আগস্টে বারাণসিতে রোডশো এর মাঝপথে অসুস্থ হয়ে পড়ায় সোনিয়াকে কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে।
তখন এনডিটিভি’র খবরে বলা হয়, বারাণসিতে তিনি পড়ে গিয়েছিলেন এবং তার ঘাড়ের হাড়ে চিড় ধরেছিল।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে বর্তমানে ভারতে সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেস পার্টির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ৬৯ বছর বয়সী সোনিয়া গান্ধী। ভারতের পার্লামেন্টের চলমান অধিবেশনে বেশিরভাগ সময়ই অনুপস্থিত ছিলেন সোনিয়া।