'যাই ঘটুক, সবকিছুর জন্য ধন্যবাদ'

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৬, ১২:০৭ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৬, ১২:৩৪

অনলাইন ডেস্ক

সবই ঠিকঠাক এগোচ্ছিল। ডেমোক্র্যাট প্রার্থীই সব জনমত জরিপে এগিয়ে ছিলেন। 

কিন্তু হঠাৎ তীরে এসেও তরী ডুবতে যাচ্ছে হিলারি ক্লিনটনের।  ভোট গণনা শুরু হওয়ার পরই সব হিসেব নিকেশ পাল্টাতে শুরু করে। হুট করেই বেশ বড় ব্যবধানে হিলারি তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পিছিয়ে আছেন। নির্বাচনী ফল নিয়ে অনিশ্চয়তার এই সময়েই টুইট করলেন হিলারি। 

বুধবার (৯ নভেম্বর) সকালে তিনি টুইট করে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। 

তিনি টুইটারে লিখেছেন, ‘এই টিমটির গর্বিত হওয়ার মতো অনেক কিছুই করেছে আমার জন্য। যাই ঘটুক, সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’