হিলারিকে ফেলে আবার এগিয়ে ট্রাম্প!

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৬, ১১:৩৯ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৬, ১২:২৯

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ফল আসতে শুরু করেছে। শুরুতে নির্বাচনী জরিপের পুরোপুরি উল্টো চিত্র দেখা যাচ্ছিল ফলাফলে। এরপর আস্তে আস্তে চিত্র বদলাতে থাকে। একের পর এক হিলারির জয়ের খবর আসতে থাকে। কিন্তু এই মুহূর্তে আবারও এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি পেয়েছেন ২১৫ ভোট, আর ডোনাল্ট ট্রাম্প পেয়েছেন ২৪৪ ভোট।  জয়ের জন্য দরকার ২৭০ ভোট। খবর সিএনএনের।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৬০ শতাংশ- এমন কথা বলছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্ক টাইমসের কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ জানান, নির্বাচনের পরিস্থিতি ও জরিপ বিশ্লেষণ করে এমনটাই মনে হচ্ছে তাদের।

এদিকে বিবিসির সাংবাদিক জেমস কুক বলছে, হিলারি খুব সহজেই জয় পাবেন এমন ধারনা এরই মধ্যে ভুল বলে প্রমাণিত হয়েছে। কারণ দেখা যাচ্ছে, ট্রাম্প সামান্য এগিয়ে আছেন। 

এদিকে দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছেন নির্বাচন বিশ্লেষকরা।