প্রথম ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে
প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৬, ১৮:০১ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৬, ২১:৩৪
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে তিনদিনের সফরে রবিবার (০৬ নভেম্বর) ভারতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম ভারত সফর।
এনডিটিভি অনলাইনের সোমবারের (০৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ৬০ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বন্ধন জোরদারে এই সফরে এসেছেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়ে বিভিন্ন চুক্তি করতে পারেন।
টেরেসা মের সফরসঙ্গীদের মধ্যে ৪০ জন ব্যবসায়ীও এসেছেন। তাঁরা দিল্লিতে প্রযুক্তি সম্মেলনে অংশ নেবেন।
ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির মুদ্রা পাউন্ডের দাম ২০ শতাংশ কমেছে গেছে। এ সময় দেশটির অনেক নাগরিক তাদের চাকরি হারিয়েছে।