জনসম্মুখে চীনের স্টেলথ্ যুদ্ধবিমান জে-২০ প্রদর্শন

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৬, ১২:২০

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো জনসম্মুখে নিজেদের স্টেলথ্ যুদ্ধবিমান চেংদু জে-টুয়েন্টি প্রদর্শন করেছে চীন।

বিমান প্রস্তুকারক ও ক্রেতাদের এক বৃহত্তম মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইর ওই মেলায় মঙ্গলবার (০১ নভেম্বর) একটি ফ্লাইপাস্টের মাধ্যমে জে-টুয়েন্টি প্রদর্শন করা হয়।

জে-টুয়েন্টির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সামরিক সক্ষমতার ব্যবধান অনেকটা কমে আসবে বলে আশাবাদী চীন।

বিশ্লেষকরা জানিয়েছেন, জে-টুয়েন্টির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি এফ-টুয়েন্টিটু র‌্যাপ্টর যু্দ্ধবিমানের সাদৃশ্য আছে।