মিসরে বন্যায় ২৬ জনের প্রাণহানি

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৬, ১৬:৪৬

অনলাইন ডেস্ক

মিসরে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭২ জন। 

রবিবার (৩০ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ জানান নিহতের এ সংখ্যা। বন্যায় এর আগে প্রাণহানির সংখ্যা ১৮ বলা হয়েছিল।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগায়েদ বলেন, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। কারণ কিছু পরিবার তাদের আত্মীয় স্বজনের মারা যাওয়ার খবর জানায়নি। ইতোমধ্যে তারা তাদের দাফনও শেষ করেছে। 

মিসরের কিছু এলাকায় শরত ও শীতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেয়। প্রায় প্রতিবছর এ ধরণের পরিস্থিতি তৈরি হয় বিশেষ করে যেসব এলাকায় দূর্বল অবকাঠামো রয়েছে সেসব এলাকায়। সূত্র: আল জাজিরা।