বিমানে ঘুমন্ত কিশোরীকে উত্যক্ত, ১৪০ দিনের জেল
প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৬, ১২:২৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৬, ১৫:১০
উড়ন্ত বিমানে ঘুমন্ত কিশোরীকে উত্যক্ত করার দায়ে সম্প্রতি এক ভারতীয় ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৬ বছর বয়সী ওই ব্যবসায়ীর নাম সুমন দাস। ঘুমন্ত কিশোরীকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করার দায়ে ব্রিটেনের একটি আদালত সুমন দাসকে ২০ সপ্তাহ অর্থাৎ ১৪০ দিনের জেল দিয়েছেন। দোষী প্রমাণিত হলেও অপরাধ অস্বীকার করেছেন সেই ব্যবসায়ী।
সুমন দাস বলেছেন, ‘হয়তো আমি ওই কিশোরীকে স্পর্শ করেছি। কিন্তু সেটা ইচ্ছাকৃতভাবে নয়।’
কাতারের দোহা থেকে ব্রিটেনের ম্যানচেস্টারে যাওয়ার পথে বিমানে ওই ঘুমন্ত কিশোরীকে স্পর্শ করেন সুমন দাস।
সুমন দাস অভিযোগ অস্বীকার করলেও ১৮ বছর বয়সী কিশোরীর দাবি, ‘তিনি বার বার দেখছিলেন আমি ঘুমাচ্ছি কী না। তিনি ইচ্ছে করেই আমার গায়ে হাত দিয়েছেন। তিনি ঠিকই জানতেন কী করছেন। কারণ তিনি ঘুমাচ্ছিলেন না। আমার দিকে তাকিয়েছিলেন। আমি দেখেছি, তিনি আমার দিকে তাকিয়েছিলেন। আমি ঘুমাচ্ছি কী না তিনি তাই দেখছিলেন।’