'যুদ্ধ শুরু হবার আগেই তিনি পরাজয় ঘোষণা করে দিয়েছেন'
প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৬, ১২:৫৭
বর্তমানে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) সবচেয়ে শক্ত ঘাঁটি মসুল। সেখান থেকে আইএস’কে নির্মূল করতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় অভিযান শুরু করেছে ইরাকের বিশেষ বাহিনী। মসুলের এই সংঘর্ষ নিয়ে মার্কিন রিপালিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন।
রবিবার টুইটারে ট্রাম্প বলেন, “মসুল অভিযান বড় ধরনের দুর্যোগে পরিণত হতে যাচ্ছে। আমরা কয়েক মাস ধরে তাদের নোটিশ দিয়েছি। যুক্তরাষ্ট্র বড় বেশি নির্বোধের কাজ করছে।”
এর তীব্র সমালোচনা করে নিউ হ্যাম্পশায়ারে এক প্রচার অভিযানে হিলারি বলেন, “এমনকি যুদ্ধ ঠিকঠাক মত শুরু হওয়ার আগেই তিনি আসলে পরাজয় ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ, এর মাধ্যমে তিনি বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে তিনি কতটা অযোগ্য।”
এর আগে গত সপ্তাহে শেষ প্রেসিডেন্টশিয়াল বিতর্কে ট্রাম্প বলেছিলেন, হিলারিকে জেতাতেই যুক্তরাষ্ট্রের সমর্থনে মুসল অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, ১৬ অক্টোবর মসুল অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত নগরীর আশেপাশে আইএস নিয়ন্ত্রিত প্রায় ৮০টি গ্রাম পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী। তবে এখনও তারা মসুলে প্রবেশ করতে পারেনি। ওদিকে, সোমবার মসুল অভিযানের জবাব দিতে আইএস দেশজুড়ে ইরাকি বাহিনী ও কুর্দি বাহিনীর উপর হামলা চালিয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এর মাধ্যমে আইএস মসুল অভিযান থেকে সেনাবাহিনীর মনযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।