১০ শতাংশের কম নারী হলেই পুনর্নির্বাচন
প্রকাশ | ২৫ অক্টোবর ২০১৬, ১২:৪৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৬, ১৩:৫৪
পাকিস্তানে সিনেট কমিটি সোমবার ‘নারী ভোট বিল’ পাস করেছে। কোনো সংসদীয় আসনে নারীদের ভোট প্রদানের হার ১০ শতাংশের কম হলে, সেই আসনে পুনর্নির্বাচন হবে। বিলটি নিম্নকক্ষে পাস হলে তা আইনে পরিণত হবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ডন অনলাইনের এক খবরে জানানো হয়, নারীর ক্ষমতায়ন ও সরকারব্যবস্থায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পাকিস্তান সরকার এ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৭৬ সংশোধন করে তৈরি করা হয়েছে জনপ্রতিনিধিত্ব আইন, ২০১৬, যা বিল আকারে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সংসদবিষয়ক স্থায়ী কমিটিতে পাস হয়েছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শেরি রেহমান বিলটি উত্থাপন করেন। সভাপতিত্ব করেন সিনেটর সাইদ গনি।
জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৭৬-এর ৪২ অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। সংশোধনে বলা হয়েছে, কোনো সংসদীয় আসনে নারী ভোটারদের ভোট দেওয়ার হার ১০ শতাংশের কম হলে, উপ-অনুচ্ছেদ-১ অনুযায়ী, সেই আসনে নির্বাচন বাতিল ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন। ঘোষণার পরের ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে।