ইরাকে 'আইএস এর আগুন', বিষাক্ত ধোঁয়ায় সহস্রাধিক অসুস্থ

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৬, ১৫:১৩

অনলাইন ডেস্ক

ইরাকে আইএসবিরোধী লড়াইয়ের কেন্দ্রে পরণিত হওয়া মসুলের একটি সালফার কারখানার বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন সহস্রাধিক ব্যক্তি। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মসুলের দক্ষিণে আল-মিশরাক নামে ওই সালফার কারখানা ঘিরে যুদ্ধের সময় আইএস জঙ্গিরা কারখানাটিতে আগুন দেয়।

বিবিসি বলছে, ওই সালফার কারখানাটি যে এলাকায় রয়েছে মসুলের দক্ষিণের সেই কায়ারাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে মসুল থেকে আইএস হটাতে ইরাক সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে জানানো হয়, শনিবার সালফার কারখানাটির আগুনে বিষাক্ত ধোঁয়া বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে কাছেই থাকা যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটিতেও পৌঁছে যায়, যাতে গ্যাসরোধী মুখোশ পরতেও বাধ্য হন সেনা সদস্যরা।

কুসে হামিদ খাদেম নামে এক ইরাকি কমান্ডারের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ধোঁয়ায় দুই বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি অসংখ্য মানুষ অসুস্থ হয়েছে।

এ ঘটনায় এক হাজার মানুষকে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

উল্লেখ্য, ২০০৩ সালে একই রকম আগুনে দুই সপ্তাহ ধরে পুড়েছিল আল-মিশরাক কারখানা; বাতাসে ছড়িয়েছিল বিপুল পরিমাণ সালফার-ডাই অক্সাইড। এতে স্থানীয়দের শ্বাস-প্রশ্বাসের সমস্যার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়।