জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প
প্রকাশ | ২২ অক্টোবর ২০১৬, ০১:০৫
অনলাইন ডেস্ক
জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।
স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির কুরাওইয়োশি এলাকা থেকে ৮ কিলোমিটার দক্ষিণে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমটার গভীরে।
এদিকে প্রাথমিক অবস্থায় ইউএসজিএস জানিয়েছিল, ভূমিকম্পটি ৬ দশমিক ৬ মাত্রার। পরে তা কমিয়ে ৬ দশমিক ২ মাত্রার বলে জানানো হয়।