চূড়ান্ত বিতর্কেও হিলারির জয়

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৬, ১৬:৩০

অনলাইন ডেস্ক

তৃতীয় ও শেষ বিতর্কে জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সাতটায় দেশটির লাগ ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে শেষ দফার বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক শেষে দর্শকদের মধ্যে পরিচালিত বিভিন্ন জরিপে এ তথ্য উঠে এসেছে।

বিতর্ক শেষে ৫২ শতাংশ দর্শক মনে করেছেন হিলারি জয়ী হয়েছেন, সিএএন/ওআরসি’র পরিচালিত জরিপের ফল অনুযায়ী, অন্যদিকে ৩৯ শতাংশ দর্শক মনে করছেন জয়ী হয়েছেন ট্রাম্প।

শেষ বিতর্কের দিনেও হিলারিকে স্বভাবসুলভ বাজে ভাষায় আক্রমণ করেছেন ট্রাম্প। আজকের বিতর্কে তিনি হিলারিকে একজন ‘ন্যাস্টি ওমেন’ বা নোংরা নারী বলেন। এসময় হিলারি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘বিপজ্জনক’ ব্যক্তি বলে অভিহিত করেন। এছাড়া বিতর্কে ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্টের ‘পুতুল’ হিসেবে আখ্যায়িত করেন হিলারি। জবাবে ট্রাম্প অভিযোগ করেন, হিলারিকে বারবার বোকা বানিয়েছেন পুতিন।

এভাবেই কাদা ছোঁড়াছুঁড়ির মধ্য দিয়ে শেষ হয় চূড়ান্ত বিতর্ক।