‘ট্রাম্প ভদ্রলোক, অভিযোগকারীরা মিথ্যাবাদি’

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৬, ১৫:০৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৬, ১৫:৩৭

অনলাইন ডেস্ক

ট্রাম্প একজন ‘ভদ্রলোক’। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা নারীরা মিথ্যা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া এসব কথা বলেন।

ট্রাম্পের স্ত্রী বলেন, নারীদের নিয়ে ভিডিও চিত্রে ধারণ করা ট্রাম্পের বক্তব্য অগ্রহণযোগ্য। তবে সেই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা ট্রাম্পের মিল নেই।

সম্প্রতি নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা ট্রাম্পের একটি ভিডিও প্রকাশিত হয়। ওই ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির উপস্থাপক বিলি বুশের উদ্দেশে ট্রাম্প বলছেন, তারকা হওয়ায় তিনি নারীদের জোরপূর্বক স্পর্শ করতে পারেন।

ওই ভিডিও প্রকাশিত হওয়ার পর বেশ কিছু নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে ট্রাম্পের সমালোচনা শুরু হয়। এমনকি নিজ দলের অনেক নেতাও ট্রাম্পকে সমর্থন দেওয়া থেকে সরে আসেন। যদিও অভিযোগগুলো বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প।

ওই ভিডিওর বিষয়ে সিএনএনকে ট্রাম্পের স্ত্রী বলেন, ‘আমি জানি সে (ট্রাম্প) নারীদের সম্মান করে। এরপরও সে এই অভিযোগগুলো (যৌন হেনস্থা) অস্বীকার করছে। কারণ সেগুলো মিথ্যা। আমি আমার স্বামীকে বিশ্বাস করি। আমার স্বামী দয়ালু, তিনি একজন ভদ্রলোক এবং তিনি কখনোই এ ধরনের কাজ করতে পারেন না।’

মেলানিয়ার দাবি, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার দল ও গণমাধ্যম ট্রাম্পের পেছনে লেগেছে। তাঁর প্রচারকে ব্যাহত করতেই এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।