কথা বলতে বাধা দেওয়ায় শাশুড়িকে পিটিয়ে হত্যা
প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৬, ২৩:৩৭
ফোনে কথা বলতে বাধা দেওয়ায় শাশুড়ি ফুলবতীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে পুত্রবধূ সুরেখা। এ ঘটনায় সুরেখাকে আটক করেছে দেশটির পুলিশ।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে ভারতের হরিয়ানার প্রেমনগর কলোনিতে এ ঘটনা ঘটে।
পারিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার (৮ অক্টোবর) ভোরে শাশুড়ি ফুলবতীর রক্তাক্ত দেহ উদ্ধার করেন তার পরিবারের সদস্যরা। তার পাশাপাশি পুত্রবধূ সুরেখাকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ফুলবতীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় সুরেখার জ্ঞান ফিরলে তার কাছে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়।
তিনি বলেন, দুইজন দুষ্কৃতিকারী তাকে এবং শাশুড়ি ফুলবতীর ওপর হামলা চালিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু সুরেখার কথায় বিশ্বস্ততা না পেয়ে পরিবারের অন্য সদস্যরা পুলিশের কাছে পুরো ঘটনাটি জানান। পুলিশের কাছে প্রথমে সুরেখা স্বীকার না করতে চাইলেও, পরে জেরার মুখে ঘটনার দায় স্বীকার করেন তিনি।
সুরেখা জানায়, শাশুড়ি ফুলবতী সারাক্ষণ খারাপ কথা, অকারণে বকাবকি ও ফোনে কথা বলতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছি।