‘প্রেসিডেন্ট হলে সিরিয়ায় স্থলসেনা পাঠাবো না’
প্রকাশ | ১০ অক্টোবর ২০১৬, ১৬:৪৯
হিলারি ক্লিনটন জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে সিরিয়ায় কোনো মার্কিন স্থলসেনা পাঠাবেন না। সোমবার (১০ অক্টোবর) সকালে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় দফায় বিতর্কে এ ঘোষণা দেন হিলারি ক্লিনটন।
দর্শকের প্রশ্নের উত্তর ভিত্তিক এই বিতর্কের শুরুতে ট্রাম্পের যৌনতা ও নারীর প্রতি অবমাননার বিষয়গুলো উঠে আসে। এরপর একে একে উঠে আসতে থাকে বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি এবং হিলারির প্রতিক্রিয়া। এছাড়া আসে হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি, ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স ফাঁকিসহ নানা প্রসঙ্গ। বিতর্ক চলাকালে ট্রাম্প ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের দায়ে হিলারিকে জেলে দেওয়ারও হুমকি দেন।
২য় এই বিতর্কেও জয়লাভ করেন হিলারি। রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও বির্তকের মাধ্যমে নিজের জনপ্রিয়তা বাড়াতে চান।