ভারতে থাকা ‘নর্তকী’ ফেরত চায় পাকিস্তান
প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৬, ১৯:৩৬
ভারতের কাছে থাকা সাড়ে চার হাজার বছর পুরনো ‘হরপ্পার নর্তকী’ নামে পরিচিত হরপ্পা সভ্যতার নিদর্শন একটি মূর্তি ফেরত চাইবে পাকিস্তান। যদিও ‘হরপ্পার নর্তকী’ নামে পরিচিত মূর্তিটি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রাখা রয়েছে দিল্লির জাতীয় জাদুঘরে রাখা আছে।
সাড়ে দশ সেন্টিমিটার লম্বা মূর্তিটিকে ১৯২৬ সালে সিন্ধুপ্রদেশ থেকে পাওয়া গিয়েছিল। যা বর্তমানে পাকিস্তানের সীমানাভুক্ত। সেই উল্লেখ করেই এবার নর্তকীর মূর্তি ফেরত পেতে চায় পাকিস্তান।
পাক প্রত্নতত্ত্ব বিভাগের ডিরেক্টর জেনারেল সৈয়দ জামাল শাহ ইউনেস্কোকে বলেছেন, ‘অতীতের ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে হরপ্পা এবং মহেঞ্জোদড়ো আসলে পাকিস্তানের অঞ্চল। তাই সেখান থেকে খনন করে যা পাওয়া যাবে, সেটাও পাক সরকারেরই সম্পত্তি। ভারতীয় সরকার অন্যায়ভাবে ওই মূর্তিটি দখল করে রেখেছে। আমরা ওটা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’