পাকিস্তানকে পাল্টা জবাবে জাতিসংঘের মঞ্চে সুষমা

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫০

অনলাইন ডেস্ক

ভারতের উরির জঙ্গি হামলার ঘটনা নিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চ থেকে পাকিস্তানকে কড়া জবাব দেবে দেশটি। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের ৭১তম সাধারণ সভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ উরির জঙ্গি হামলা নিয়ে সরব হবেন। একই সঙ্গে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাশ্মীর নিয়ে অভিযোগের পাল্টা জবাবও দেবেন তিনি।  

এর আগে গত রবিবার (২৪ সেপ্টেম্বর) কোঝিকোড়ে বিজেপির জাতীয় পর্যদের বৈঠক শেষে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দলের নেতা কর্মীদের জানান, সুষমা সোমবার সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত জাতিসংঘের মঞ্চে ভাষণ দেবেন। সুষমার ভাষণ সবাইকে নিজের নিজের এলাকায় প্রচার করার নির্দেশ দেন শাহ। সকলে যাতে এই ভাষণ দেখেন তার জন্য প্রচার চালাতে হবে বলে জানান। দলের জাতীয় মঞ্চ থেকে সুষমার ভাষণের কথা প্রচারের নির্দেশ বিশেষ তাৎর্যপূর্ণ। 

সূত্রের খবর, সুষমার সোমবারের (২৬ সেপ্টেম্বর) ভাষণ টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচারও করা হতে পারে।