যাত্রীসহ রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

প্রকাশ | ০৮ মে ২০১৬, ১২:৪৪ | আপডেট: ১০ মে ২০১৬, ১২:২৩

অনলাইন ডেস্ক

৬৬ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে অবতরণ করা জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গেছে। শনিবার সন্ধ্যায় ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর বিমানবন্দরে ঘটেছে এই দুর্ঘটনা।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে এনডিটিভি।

এক বিবৃতিতে জেট এয়ারওয়েজ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি থেকে সব যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “জেট এয়ারওয়েজের দিল্লি থেকে ইন্দোরে যাওয়া ফ্লাইট ৯ডব্লিউ-২৭৯৩ অবতরণ করার পর রানওয়ে থেকে ছিটকে পড়েছে। উড়োজাহাজের আরোহী ৬৬ জন অতিথির সবাই এবং চার ক্রু’কে নিরাপদে বিমান থেকে নামিয়ে টার্মিনাল ভবনে নেওয়া হয়েছে।”

বিবৃতিতে আরো জানানো হয়, ঘটনার কারণ অনুসন্ধানে বিমানটি পরীক্ষা করা হচ্ছে এবং জেট এয়ারওয়েজের একটি টিম উড়োজাহাজটিকে বিমানবন্দরের টারমাকে নিয়ে যেতে কাজ শুরু করেছে।