লকডাউনে সব বন্ধ, বন্ধ হয়নি গণধর্ষণ!

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ২৩:৪০ | আপডেট: ২৮ মার্চ ২০২০, ২৩:৫৮

অনলাইন ডেস্ক

মহামারি করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশে লকডাউন করে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ লকডাউনের কারণে সারাভারতে বন্ধ যানবাহন। এই সময়ে ভারতের ঝাড়খণ্ডের দুমকাতে  ৯ জনের বিরুদ্ধে ১৬ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) এ ঘটনার কথা জানিয়েছেন এক পুলিশ কর্মকরর্তা।

পুলিশের কাছে করা অভিযোগে ওই নাবালিকা জানিয়েছেন, গত ২৪ মার্চ (মঙ্গলবার) বিকালে বন্ধুর মোটরসাইকেলে দুমকা শহর থেকে গ্রামে ফিরছিল সে। সেই মোটরসাইকেলে আরও এক ব্যক্তি ছিলেন। যিনি নাবালিকার পরিচিত নন। মোটরসাইকেলে যাওয়ার সময় সেই বন্ধু নাবালিকাকে বলেন, রাস্তায় পুলিশের নজর এড়াতে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা ধরে গ্রামে যাবেন তারা।

নাবালিকা জানিয়েছেন, তাদের যাওয়ার পথে জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল আরও সাতজন। সেখানেই বন্ধুসহ আটজন অপরিচিত ব্যক্তি মিলে গণধর্ষণ করে তাকে। নাবালিকা অজ্ঞান হয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্তরা।

ওয়াই এস রমেশ নামে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, নির্যাতিতা হাসপাতালে ভর্তি রয়েছে, সেখানেই তার বয়ান নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।