যে দেশে স্যানিটারি ন্যাপকিন পুরোপুরি ‘ফ্রি’

প্রকাশ : ০১ মার্চ ২০২০, ১২:৫১

জাগরণীয়া ডেস্ক

স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা প্রত্যেকটা নারীর অধিকার। বিশ্বের অনেক দেশেই স্যানিটারি ন্যাপকিনের ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। বিশ্বের কাছে উদাহরণ তৈরি করল স্কটল্যান্ড। একেবারে বিনামূল্যে দেওয়া হবে স্যানিটারি আইটেম।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি থেকে এমন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। স্কটিশ পার্লামেন্টে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওষুধ দোকান কিংবা কমিউনিটি সেন্টারে ফ্রি-তে দেওয়া হবে এই স্যানিটারি প্যাড ও ট্যাম্পন।

২০১৮ থেকেই স্কুল ও ইউনিভার্সিটিগুলিতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেয় এই দেশের সরকার। এবার সব নারীদের জন্যই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর জন্য ওই দেশের সরকার খরচ করছে ২২২ কোটি টাকা বছরে। এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেননি কোনও বিরোধীও। এই সিদ্ধান্তের মাধ্যমে সমানাধিকারের বার্তা দিতে চাইছে সেদেশের সরকার।

বিশ্বের বহু মানবাধিকার কর্মী এই বিষয়ে একাধিকবার সরব হয়েছেন। তাঁদের দাবি, নারীদের পিরিয়ডটা কোনও বিলাসিতা নয়। আর এর জন্য পরিচ্ছন্নতাটাও প্রয়োজন। তাই অন্যান্য দেশের কাছে নজির গড়তেই এই কাজ করল স্কটল্যান্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত