প্রথম নারী প্রেসিডেন্ট একাতেরিনি

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ১৬:৩৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০, ১৬:৪৩

অনলাইন ডেস্ক

গ্রিসের পার্লামেন্ট ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। পরিবেশ ও সাংবিধানিক আইনে বিশেষ পারদর্শী একাতিরিনি শাকেল্লারোপাউলো হচ্ছেন দেশটির জ্যেষ্ঠ বিচারকের মধ্যে একজন। ২৬১ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

এছাড়া তিনি প্রথম নারী হিসেবে গ্রিসের শীর্ষ প্রশাসনিক আদালতের কাউন্সিল অব স্টেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের মার্চের ১৩ তারিখে তিনি শপথ গ্রহণ করবেন।

উত্তরাঞ্চলীয় শহর জানথি থেকে আসা একাতেরিনি গ্রিসের শীর্ষ প্রশাসনিক আদালত কাউন্সিল অব স্টেটের প্রথম নারী প্রধান ছিলেন। সুপ্রিমকোর্টের বিচারপতির মেয়ে একাতেরিনি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরিবেশ সুরক্ষা নিয়ে বেশ কয়েকটি গবেষণাপত্র লিখেছেন তিনি।