১৮ ঘণ্টা পর বরফের নিচ থেকে কিশোরীকে জীবিত উদ্ধার

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ২১:২৭

জাগরণীয়া ডেস্ক

পাকিস্তানশ্বাসিত কাশ্মীরে বরফের নিচে আটকে থাকার ১৮ ঘন্টা পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে সামিনা বিবি নামে এক কিশোরীকে।

বার্তা সংস্থা রয়টার্সকে ওই কিশোরী বলেন, হিমবাহ আঘাত করার পর নিজের বাড়িতেই একটি কক্ষের ভেতরে আটকা পড়ি। বরফের নিচে সেই কক্ষে তৈরি হওয়া ট্র্যাপ বা ফাঁদে শুয়ে ছিলাম। উদ্ধারের আগে বেঁচে থাকার খুব একটা আশা সে করেনি। আমি ভেবেছি আমি সেখানেই মরব।

সামিনাকে উদ্ধার করা হয় বাকওয়ালী গ্রাম থেকে এবং পরে নেয়া হয় মুজাফফরাবাদের একটি হাসপাতালে। তার মা শাহনাজ বিবি জানিয়েছেন যে, বরফের ধস যখন আঘাত হানে তখন পরিবারের সদস্যদের নিয়ে তাদের তিন তলা বাড়িতে গোল হয়ে আগুন পোহাচ্ছিলেন। আমরা শব্দ শুনতে পাইনি। মুহূর্তের মধ্যেই সব ঘটে গেছে।

কিশোরীর মা আরও বলেন, এমনকি মেয়েকে ফেরত পাবেন এমন আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। তার পা ভেঙেছে এবং তার মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল।

পুরো পাকিস্তান জুড়ে বরফধস আক্রান্ত এলাকাগুলোতে প্রায় একশ মানুষ মারা গেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আর ভারতশাসিত জম্মু ও কাশ্মীর আটজন মারা যাওয়ার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত