ফের তাইওয়ানের ক্ষমতায় সাই ইং-ওয়েন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ১২:৪২

জাগরণীয়া ডেস্ক

তাইওয়ানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হতে চলেছেন সাই ইং-ওয়েন।

শনিবার (১১ জানুয়ারি) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। সাই ওয়েনের বাক্সে ৫৭ শতাংশ ভোট পড়েছে, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হান কু-ইউর চেয়ে অনেক বেশি। কু-ইউরকে বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি।

নির্বাচনে জয়লাভের পর বক্তৃতায় সাই ইং ওয়েন বলেন, এ দ্বীপটিকে জোর করে ছিনিয়ে নেওয়ার চিন্তা থেকে চীনকে সরে আসা উচিত।

এর আগে ২০১৬ সালে তাইওয়ানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেত্রী সাই ইং ওয়েন।

১৯৪৯ সাল থেকে দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ বলে মনে করে চীন। দেশটিকে বেইজিংয়ের অধীনে নিয়ে আসতে চীন প্রয়োজনে শক্তি প্রয়োগেরও হুমকি দিয়ে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত