জর্ডানের প্রথম নারী পাইলট প্রিন্সেস সালমা
প্রকাশ | ১০ জানুয়ারি ২০২০, ১১:৫৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০, ২৩:১৬
অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো বিমান নিয়ে আকাশে উড়তে যাচ্ছেন জর্ডানের দ্বিতীয় প্রিন্সেস সালমা বিনতে আবদুল্লাহ। তিনিই দেশটির প্রথম নারী পাইলট।
জর্দানের বিমানবাহিনীর বক্তব্যের বরাতে শুক্রবার (১০ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে ‘জেরুজালেম পোস্ট’।
এক বিবৃতিতে জানানো হয়, জর্ডানের প্রথম নারী পাইলট হয়েছেন প্রিন্সেস সালমা বিনতে আবদুল্লাহ। এ ক্ষেত্রে তাত্ত্বিক এবং ব্যবহারিক পাইলট প্রশিক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে তাকে।
জর্দানের রাজধানী আম্মানে সফলতার সঙ্গে প্রশিক্ষণ শেষ করার পর সালমা বিনতে আবদুল্লাহকে প্রথম নারী পাইলট হিসেবে সম্মানিত করেন দেশটির দ্বিতীয় রাজা আবদুল্লাহ। প্রিন্সেস সালমার বয়স এখন ১৯ বছর