আগামী ৩১ জানুয়ারি ইইউ ছাড়বে যুক্তরাজ্য

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৯, ১২:৪১

জাগরণীয়া ডেস্ক

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের আনা নতুন প্রস্তাব ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছে। 

স্থানীয় সময় ২০ ডিসেম্বর (শুক্রবার) পার্লামেন্টে এক ভোটে জনসন প্রস্তাবিত ইইউ (প্রত্যাহার সমঝোতা) বিলটি ৩৫৮-২৩৪ ভোটে পাস হয়।  খবর বিবিসি এর। ওই প্রস্তাব অনুসারে আগামী ৩১ জানুয়ারি ইইউ ছাড়বে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বিলটি পাসের ফলে ব্রিটেন ব্রেক্সিট বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

তবে এই বিলটি পাসের ফলে ইইউ ছেড়ে যাওয়ার ক্ষেত্রে মাঝের রূপান্তরকালীন সময় ২০২০ সালের পর এই সময়সীমা বৃদ্ধির ক্ষমতা হারাবে ব্রিটেন। এই রূপান্তরকালীন সময়টাতে যুক্তরাজ্য ইইউ’র অংশ না হলেও ইইউ’র সঙ্গে মিলে এর অনেক নিয়মনীতি অনুসরণ করতে পারবে।

বিরোধী দল লেবার পার্টির ৬ জন এমপি ছাড়া বাকি সবাই জনসনের এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার আরও ভালো পথ থাকলেও তা বেছে নেয়নি সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত