মি টু মামলায় জাপানী সাংবাদিকের জয়

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪১

জাগরণীয়া ডেস্ক

জাপানের সাংবাদিক শিয়রি ইতোকে গুরুত্বপূর্ণ #মি টু মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৩০ হাজার মার্কিন ডলার জিতেছেন। টোকিওর একটি আদালত তাকে এ অর্থ দেয়ার নির্দেশ দিয়েছে ।

ইতো (৩০) সাবেক এক টিভি রিপোর্টারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করে।

মামলাটি দেশে বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। কারণ, জাপানে সাধারণত ধর্ষণ মামলা করতে নারীরা এগিয়ে আসে না।

দেশটিতে ২০১৭ সালের সরকারি জরিপ থেকে জানা গেছে মাত্র চার শতাংশ নারী ধর্ষণ বিষয়ে অভিযোগ দায়ের করে।

ইতোর অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিভি রিপোর্টার নোরিইয়োকি ইমাগুচি চাকুরি দেয়ার বিষয় নিয়ে আলোচনার করার উদ্দেশ্যে তাকে নৈশভোজের আমন্ত্রণ জানায় এবং পরে ধর্ষণ করে।

ইমাগুচি তার বিরুদ্ধে আনা অভিযোগ অব্যাতহভাবে অস্বীকার এবং ১৩ কোটি ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন।

আদালতের বাইরে দাঁড়িয়ে ইতো বলেন, ‘আমরা জিতেছি। পাল্টা মামলা ডিসমিস হয়ে গেছে। এ সময়ে তার উৎফুল্ল সমর্থকরা হাততালি দিচ্ছিল।’

ইমাগুচি এ রায়ের বিরুদ্ধে অবিলম্বে আপিল করার ঘোষণা দিয়েছেন।

সূত্রঃবাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত