বাগদাদের দেয়ালে দেয়ালে নারী জাগরণ

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৫

জাগরণীয়া ডেস্ক

বাগদাদের তাহরির স্কয়ার যেন বিক্ষোভ, প্রতিবাদের প্রাণকেন্দ্র। গত অক্টোবর থেকে ইরাক জুড়ে শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ যেখানে অংশ নিচ্ছেন পিতৃতান্ত্রিক সমাজের বিপরীত শক্তির প্রতিনিধিত্ব করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই আন্দোলনে এবার মূল ভূমিকায় নেমে এসেছেন ইরাকি নারীরা। নিজেদের সৃষ্টিশীলতার মাধ্যমে তাহরির স্কয়ারকে তারা করে তুলেছেন সৃজনশীল প্রতিবাদের মূল কেন্দ্র।

ইরাকে এর আগেও বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে নারীরা অংশ নিয়েছেন। সামাজিক বিধিনিষেধ ও নিরাপত্তার কারণে তার বেশিরভাগই ছিল পরিবারের অমতে এবং গোপনে। তবে চলতি বিক্ষোভে নির্দিষ্ট কোন রাজনৈতিক কর্মসূচী না থাকায় নারীরাও এতে অংশ নিচ্ছেন স্বপ্রণোদিতভাবেই। বাগদাদের দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে নারীদের আঁকা নানা দেয়ালচিত্র যাতে ফুটে উঠেছে ইরাককে ঘিরে বিশ্ব রাজনীতির প্রতি বিদ্রূপ সহ ভবিষ্যৎ ইরাক গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ এর বার্তা। শুধু তাই নয়, ম্যুরালের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হচ্ছে ইরাকী নারীদের চেতনা ও শক্তির প্রতি। 

বিক্ষোভকারীরা মনে করছেন নারী পুরুষের এই সম্মিলিত প্রতিবাদ ইরাকের ইতিহাসে এক নতুন মাইলফলক। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত