এনআরসি ইস্যুতে গণ-আন্দোলনের ডাক দিলেন মমতা

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৪২

অনলাইন ডেস্ক

তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) ইস্যুতে গণ-আন্দোলনের ডাক দিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর সোমবার বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। 

সোমবার বেলা ১টায় আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে, যা শেষ হবে জোড়াসাঁকোতে। মঙ্গলবার মিছিল শুরু হবে দক্ষিণ কলকাতার ৮বি বাসস্ট্যান্ড থেকে। বুধবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হবে মিছিল। বিজেপি ছাড়া সব রাজনৈতিক দল ও গণ সংগঠনসহ সাধারণ মানুষকে এই মিছিলে যোগ দিতে আহ্বান জানিয়েছেন মমতা।

এদিকে ২০ ডিসেম্বর এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) নিয়ে তৃণমূল ভবনে বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। 

দিঘায় চলতি শিল্প সম্মলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী বলেন, শুরু থেকেই এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)-র বিরোধীতা করছে তৃণমূল সরকার, আগামী দিনেও তা করবে। এই রাজ্যে এনআরসি করতে দেবেন না তিনি এবং তার দল। রাজ্যের মানুষকে মমতা বলেন, ভয়ের কোনও কারণ নেই, যেমন শান্তিতে আছেন তেমনই থাকবেন।