তুরস্কের হাতে আটক বাগদাদির বোন

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৯, ১৯:৩৬

অনলাইন ডেস্ক

তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চল থেকে নিহত আইএস নেতা আবু বাকার আল বাগদাদির বোনকে আটক করেছে। সম্প্রতি মার্কিন অভিযানে প্রাণ হারান বাগদাদি। তুরস্কের একজন সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার এ খবর জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, আজাজ শহরের কাছে অভিযান চালিয়ে তুরস্ক আবু বাকার আল বাগদাদির বোনকে আটক করেছে।

বাগদাদির বোনের নাম রাশমিয়া আওয়াদ। যার জন্ম ১৯৫৪ সালে। আটকের সময়ে তার সঙ্গী ছিল স্বামী, ছেলেবউ ও পাঁচ শিশু সন্তান।

ওই কর্মকর্তা বলেন, আইএস সম্পর্কে সে যা জানে তা গ্রুপটি সম্পর্কে আমাদের ধারণাকে আরো সমৃদ্ধ করবে।মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ আটকের খবর নিশ্চিত করেছে।