আসামে গ্রামবাসীর গণপিটুনিতে মা-ছেলে নিহত

প্রকাশ : ১০ জুন ২০১৯, ১২:৩৩

জাগরণীয়া ডেস্ক

হত্যাকাণ্ডে জড়িত রয়েছে এমন সন্দেহে মা-ছেলেকে এক পুলিশের সদস্যের সামনেই পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

আসামের তিনসুকিয়া জেলার শেওপুর চা বাগানে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- অজয় তাঁতি ও তার মা যমুনা তাঁতী। ঘটনার ভিডিও ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিষয়টি সকলের নজরে আসে। খবর এনডিটিভি এর।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গত ৫ জুন অজয় তাঁতীর স্ত্রী রাধা তাঁতী গড় ও তাদের দুই মাস বয়সী কন্যা নিখোঁজ হয়। এ নিয়ে রাধার পরিবার থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ। গত ৭ জুন (শুক্রবার) স্থানীয় বাসিন্দারা রাধার লাশ তাদের বাড়ির কাছে একটি সেপ্টিক ট্যাংকের ভিতরে খুঁজে পায়। এরপরই রাধা আর তার সন্তানকে হত্যার অভিযোগে অজয় ও তার মায়ের উপর হামলা পড়ে গ্রামবাসী। গ্রামবাসীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই অজয়ের মা যমুনা তাঁতি  ও হাসপাতালে নেয়ার পর অজয়ের মৃত্যু হয়।

নিখোঁজ দুই মাস বয়সী শিশুটির খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এ মামলা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত