ডেনমার্কের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী মিটি ফ্রেডরিকসেন

প্রকাশ | ০৮ জুন ২০১৯, ২০:২৪

অনলাইন ডেস্ক

ডেনমার্কের লিবারেল পার্টির প্রধানমন্ত্রী লারস লোক্কে রামুসেন এর পরাজয়ের পর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সোশাল ডেমোক্রেটিক পার্টির নেতা মিটি ফ্রেডরিকসেন। ডেনমার্কের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখাতে যাচ্ছেন ৪১ বছর বয়স্ক এই নেত্রী। খবর বিবিসির।

অভিবাসন নীতি, জলবায়ু পরিবর্তন ও কল্যাণ তহবিল- এসবই ছিল ডেনমার্কের এবারের নির্বাচনের মূল ইস্যু। আর তাতে ২৫ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে সেন্টার লেফট হিসেবে পরিচিত সোশাল ডেমোক্রেট পার্টি। জোটগতভাবে সংসদের ১৭৯ আসনের মধ্যে ৯১টি আসনে জয়ী হয়েছে।

জয়ের পর মিটি ফ্রেডরিকসেন তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘ডেনমার্ককে বদলে দেয়ার একটা জোরালো আশাবাদ আমরা জাগাতে পেরেছি।’

এদিকে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী, লিবারেল পার্টির নেতা লারস লোক্কে রামুসেন বলেন, ‘খুব ভালো নির্বাচন হয়েছে কিন্তু সরকারে পরিবর্তন আসবে।’