সংসদে কংগ্রেস নেতা সোনিয়া
প্রকাশ | ০১ জুন ২০১৯, ২৩:১০
ভারতের ১৭তম লোকসভায় কংগ্রেস সদস্যদের নেতা নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। জাতীয় নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যেই ১ জুন (শনিবার) সকালে দলের সংসদীয় কমিটির বৈঠকে সোনিয়া গান্ধীকে দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
শনিবার লোকসভা নির্বাচনে বিজয়ী কংগ্রেসের ৫২ জন নেতা ছাড়াও রাজ্যসভার সদস্যরাও অংশ নেন। এসময় সংসদে কংগ্রেসের নেতা হিসেবে সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। উপস্থিত নেতারা তাতে সমর্থন জানান।
সোনিয়ার সংসদ নেতা নির্বাচিত হবার খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এক টুইট বার্তায় তিনি বলেন, 'কংগ্রেসের সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় সোনিয়া গান্ধীকে অভিনন্দন। তার নেতৃত্বে সংসদে কংগ্রেস শক্তিশালী ও কার্যকর বিরোধী দল হিসেবে নিজেকে প্রমাণ করবে, যা ভারতীয় সংবিধান রক্ষায় লড়বে'।