ভার্জিনিয়ায় সরকারি ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ১২

প্রকাশ : ০১ জুন ২০১৯, ১২:৫৮

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৬জন আহতও হয়েছেন।

স্থানীয় সময় ৩১ মে (শুক্রবার) বিকেলে ভার্জিনিয়ার মিউনিসিপাল সেন্টারে বন্দুকধারীর এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটে।

 ওই মিউনিসিপাল সেন্টারের আশাপাশে শহরের প্রশাসনিক আরও বেশ কয়েকটি ভবন ছিল। গুলির ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ ভবনটি ঘিরে ফেলে এবং কর্মকর্তাদের বের করে আনে। এসময় বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে বলে ভার্জিনিয়ার পুলিশপ্রধান জেমস কারভেরা জানিয়েছেন। পুলিশ বন্দুকধারীর নাম প্রকাশ করেনি। তবে ওই হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটির এক সরকারি কর্মকর্তা বলে ধারণা করা হচ্ছে।

ভার্জিনিয় বিচের মেয়র রবার্ট ডায়ার এ ঘটনাকে নিন্দনীয় হসেবে আখ্যায়িত করে বলেছেন, শহরের ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক দিন। ঘটনার পর হামলার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। ঘটনাটির তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত