শুরু হচ্ছে ‘উইমেন ডেলিভার কনফারেন্স-২০১৯’

প্রকাশ : ২৯ মে ২০১৯, ১৪:০৭

জাগরণীয়া ডেস্ক

লৈঙ্গিক সমতা এবং অধিকার বিষয়ক বিশ্বের অন্যতম বৃহৎ সম্মেলন ‘উইমেন ডেলিভার কনফারেন্স-২০১৯’ শুরু হচ্ছে কানাডায়। 

আগামী ৩ জুন এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে দেশটির ভ্যানকুভার শহরে, চলবে ৬ জুন পর্যন্ত।

উইমেন ডেলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা কাতিজা ইভারসেন বলেছেন, ‘ক্ষমতা, অগ্রগতি এবং পরিবর্তনের ব্যানারে কীভাবে নারীদের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা যায়; এবারের সম্মেলনে সেটিই হবে আলোচনার কেন্দ্রবিন্দু।’

ভ্যানকুভারে এই সম্মেলনে আলোচনা করবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার স্ত্রী সোফিয়া ও ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলেওর্ক জিওদে, পাকিস্তানের আলোচিত শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফ জাইয়ের বাবা ও মালালা ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা জিয়াউদ্দিন ইউসুফ জাইসহ বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত