সাইবার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশ : ১৬ মে ২০১৯, ১২:১৭

জাগরণীয়া ডেস্ক

"বিদেশি প্রতিপক্ষ" কে ক্ষতিকারক উল্লেখ করে সাইবার নিরাপত্তার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো ঘোষণাটি মার্কিন কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর করা হয়েছে। খবর বিবিসি এর। 

এই আদেশ সেসব মার্কিন কোম্পানির জন্য প্রযোজ্য হবে যারা বিদেশী টেলিকম ব্যবহার করেন। এক্ষেত্রে ট্রাম্প কোন কোম্পানির নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়েকে কেন্দ্র করে এই আদেশ জারি করা হয়েছে।

বর্তমান বিশ্বে টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় হুয়াওয়ে। এদিকে এই ঘোষণার পর চীনের এই কোম্পানি বলেছে, তাদের কাজ কোন ঝুঁকি তৈরি করছে না।

জরুরি আদেশে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, চীনের তৈরি কোম্পানির পণ্য মার্কিন প্রশাসনের উপর নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত