পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশ | ১৫ মে ২০১৯, ১৬:১৩

অনলাইন ডেস্ক

ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। 

ইউএসজিএস জানায়, পাপুয়া নিউগিনির পূর্ব নিউ ব্রিটেনের কোকোপো শহরের ৪৮ কিলোমিটার (প্রায় ৩০ মাইল) উত্তর-পূর্বে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। আর এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল)। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

ভূমিকম্পের পর কর্তৃপক্ষ এই অঞ্চলে সুনামির সতর্কতা ঘোষণা করেছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প দেখা যায়। ভূমিকম্পের ফলে আঘাত হানা সুনামিতে প্রায় ৪ হাজার ৩৪০ মানুষ মারা যায়।