উড়িষ্যায় ‘ফণী’: মৃত ৮, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশ : ০৪ মে ২০১৯, ১৩:৫৫

জাগরণীয়া ডেস্ক

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভারতের উড়িষ্যায় আটজনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পুরী জেলায় এক কিশোরসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নৈয়াগড়ে নির্মাণাধীন একটি স্থাপনা থেকে ইট পড়ে এক নারী মারা গেছেন। আর কেন্দ্রপাড়া জেলায় একটি আশ্রয় কেন্দ্রে হার্ট অ্যাটাকে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে ০৩ মে (শুক্রবার) বিকেল ৩টার দিকে উড়িষ্যা উপকূলে ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাত হানার কথা থাকলেও সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উড়িষ্যা রাজ্যের গোপালপুর ও পুরীতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ফণী’। এতে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে গেছে। ভেঙে গেছে মানুষের ঘরবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। সব ধরণের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে উপকূলের নিচু এলাকা। ভুবনেশ্বর বিমানবন্দরে প্লেন ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার (০৪ মে) সকাল ৮টা পর্যন্ত প্লেন চলাচল বন্ধ রয়েছে। 

১৯৯৯ সালের উড়িষ্যার পারাদ্বীপে সুপার সাইক্লোনের পর এই সাইক্লোন ফণীই সব থেকে বেশি শক্তিশালী ও মারাত্মক। উড়িষ্যায় ওই সাইক্লোনে প্রাণ গিয়েছিল প্রায় ১০ হাজার মানুষের। গত ৪৩ বছরে ভারতের সামুদ্রিক অঞ্চলের দিকে এত বড় ঝড় আর ধেয়ে আসেনি। আগেই ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে, অতিপ্রবল ঘূর্ণিঝড় ফণী শুক্রবার ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানার পর পশ্চিমবঙ্গ হয়ে শনিবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকেছে। 
ঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশে ঢোকায় আশঙ্কা অনেকটাই কেটে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাসহ মধ্য ও উত্তরাঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত