ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী

প্রকাশ : ০৩ মে ২০১৯, ১১:৩৯

জাগরণীয়া ডেস্ক

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী।

ভারতের আবহাওয়া অফিস বলছে, বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৯৫ কিলোমিটার গতি নিয়ে স্থানীয় সময় ৩ মে (শুক্রবার) সকাল ৮টার দিকে এই ঘূর্ণিঝড় তীর্থ নগরী পুরীর ২৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে গোপালপুর আর চাঁদবালির মাঝামাঝি এলাকা দিয়ে ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করে।

দেসজটির আবহাওয়া দফতরের সূত্র বলছে, দুপুর পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালাবে ফণী। তারপর তা এগোতে থাকবে পশ্চিমবঙ্গের দিকে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা, অন্ধ্র ও পশ্চিমবঙ্গ উপকূলে চলছে প্রবল বৃষ্টি। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে উপকূলের নিচু এলাকা।

১৯৯৯ সালের ওড়িশার পারাদ্বীপে সুপার সাইক্লোনের পর এই সাইক্লোন ফণীই সব থেকে বেশি শক্তিশালী ও মারাত্মক। ওড়িশায় ওই সাইক্লোনে প্রাণ গিয়েছিল প্রায় ১০ হাজার মানুষের। গত ৪৩ বছরে ভারতের সামুদ্রিক অঞ্চলের দিকে এত বড় ঝড় আর ধেয়ে আসেনি। আগেই ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

সূত্র: এনডিটিভি    

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত