শ্রীলঙ্কায় বিস্ফোরণ: দীর্ঘ হচ্ছে লাশের সারি

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৯, ১৪:০২

জাগরণীয়া ডেস্ক

শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যা। সর্বশেষ খবরে মৃতের সংখ্যা অন্তত ১৩৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৫০জনের বেশি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় সময় ২১ এপ্রিল (রবিবার) সকালে রাজধানী কলোম্বো ও এর আশপাশের গির্জা এবং অভিজাত হোটেলে এ হামলা চালানো হয়।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম বলছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় এই সিরিজ বোমা হামলা চালানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে কলম্বোর সেন্ট অ্যান্থনি চার্চে বোমা হামলা হয়। এর আধাঘণ্টার মধ্যেই রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট সেবাস্টিন চার্চ ও ২৫০ কিলোমিটার দূরে বাট্টিকালোয়ার জিওন চার্চেও বোমা হামলা চলে। এছাড়া রাজধানী কলম্বোর কিংসবারি, সাংগ্রিলা এবং সিনামোন গ্র্যান্ড হোটেলেও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা এ ঘটনায় শোক জানিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে সবাইকে ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন। 

হামলার পর শ্রীলঙ্কার স্কুল-কলেজ দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত